“বাংলাদেশে আওয়ামি লীগকে শেষ করা সম্ভব নয়”-দাবি করলেন হাসিনা পুত্র জয়

শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এরপর আওয়ামী লীগের নেতাদের ওপর হামলা হয়। আওয়ামী লীগের অনেক অফিসে আগুন দেওয়া হয়। হাসিনা সরকারের অনেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। দলের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। এর পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতা এখন প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন। তা সত্ত্বেও আওয়ামী লীগকে নির্মূল করা সম্ভব নয় বলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশে বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দেন জয়।

তাতে জয় বলেন, ‘শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি।’ তাঁরা আছেন বলেও মন্তব্য করেন জয়। তিনি বলেন, ‘আওয়ামি লিগ বাংলাদেশের সবচেয়ে পুরাতন, গণতান্ত্রিক এবং বড় দল। আওয়ামি লিগ বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামি লীগকে শেষ করা সম্ভব নয়।’

জয় বলেন, ‘যদি গণতন্ত্র এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে সেটা আওয়ামি লিগ ছাড়া সম্ভব নয়।’

তিনি বলেন, ‘যারা আজ ক্ষমতায় আছে তাদেরকে আমি বলব, আমরাও একটি গণতান্ত্রিক, নিরাপদ, সুশৃঙ্খল, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই।’