SPORTS: অলিম্পিকে পদকের সামনে এবার নীরজ-ভারতীয় হকি দল, কখন দেখবেন ম্যাচ?

টোকিওর স্বর্ণজয়ের পর প্যারিসে ভারতীয় ক্রীড়া প্রেমীরা সাতটিরও বেশি পদকের আশা করেছিলেন। কিন্তু একের পর এক হতাশার মুখে পড়তে হচ্ছে দেশবাসীকে। বিনেশ ফোগত ও মীরাবাই চানুর ব্যর্থতা দেশবাসীকে হতাশ করেছে।
৮ আগস্ট: আশার সঞ্চার
এই পরিস্থিতিতে ৮ আগস্ট কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। নীরজ চোপড়া ও ভারতীয় পুরুষ হকি দল পদক জয়ের প্রবল প্রত্যাশী।
নীরজ চোপড়া: টোকিওর সোনা জয়ী নীরজ জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে খেলবেন। তাঁর একটা ভালো থ্রো ভারতের পদকের খাতায় আরও একটি সোনা যোগ করতে পারে।৮ অগস্ট রাত ১১.৫৫ মিনিটে তিনি ফাইনাল খেলতে নামবেন।
হকি: ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদকের ম্যাচে স্পেনের মুখোমুখি হবে। এই ম্যাচ জিতলে ভারতীয় হকি দল দেশবাসীর মনে আনন্দ ফিরিয়ে আনবে।ম্যাচটা হবে বিকেল সাড়ে ৫টা থেকে। এটা জিতলে ব্রোঞ্জ জিতবে ভারত।
অন্যান্য ইভেন্ট:
জ্যোতি ইয়ারাজি: মেয়েদের ১০০ মিটার হার্ডলসের রেপচেজে খেলবেন।
অদিতি অশোক ও দীক্ষা ডাগার: গলফ ইভেন্টে অংশগ্রহণ করবেন।
কুস্তি: আনসু মালিক ও আমন শেরাওয়াত কুস্তিতে ভারতের আশা বাঁচিয়ে রেখেছেন।
কী হবে ভারতের?
প্যারিস অলিম্পিক্সে ভারতের যাত্রা এখনও শেষ হয়নি। আগামী কয়েকদিনে ভারতীয় ক্রীড়াবিদরা আরও কিছু পদক জিততে পারবেন কি না, তা দেখার জন্য সারা দেশের ক্রীড়াপ্রেমীরা উৎসুক।