তড়িঘড়ি ছাড়তে হয় দেশ, পর্যাপ্ত জামাকাপড় আনতে পারেননি হাসিনা: সূত্র

শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সীমিত সময়ের মধ্যে, বোন শেখ রেহানা কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সাথে একটি সেনাবাহিনীর জেটে ভারতে যান। তার বিমান দিল্লির হিন্দন এয়ারবেসে অবতরণ করে। সূত্র জানায়, হুট করে দেশ ছাড়ার সময় হাসিনা তার সঙ্গে কিছু আনার সুযোগ পাননি। হাসিনার দেশ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই গণভবন দখল করে নেয় উত্তেজিত জনতা। সূত্র জানায়, হাসিনা মাত্র ২টি স্যুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছেন। অনেক গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে আনতে পারিনি। স্যুটকেসে শুধু কিছু জামাকাপড় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
বাংলাদেশ প্রটোকল অফিসের সদস্যরা তাদের জামাকাপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সাহায্য করেছে। ভারতে পৌঁছার ৪৮ ঘণ্টা পরও শেখ হাসিনা ও তার দল বিমান ঘাঁটির কাছে একটি নিরাপদ বাসভবনে অবস্থান করছেন
প্রসঙ্গত, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর সোমবার বিকেল থেকেই পদ্মাপাড়ায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে থানায় হামলা হয়। অগ্নিসংযোগ হচ্ছে। অভ্যুত্থানের আগে শেখ হাসিনার আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রিসভার সদস্য দেশ ছেড়েছেন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থক নিহত হন। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারসহ বেশ কয়েকটি কারাগার থেকে পালানোর সময় কারারক্ষীদের গুলিতে অনেক বন্দি নিহত হয়েছেন।
উল্লেখ্য, শেখ হাসিনা বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন। তবে তার পরবর্তী গন্তব্য কী হবে তা নিয়ে বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে জল্পনা চলছে। বিভিন্ন অসমর্থিত সূত্র দাবি করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সেখানে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মেলেনি। তবে হাসিনার ছেলে সজিব ওয়াজিদ জয়ের দাবি, তার মা কোনো দেশে আশ্রয় চাননি।