“যাদের জন্যে সন্তানকে হারাতে হলো, তাদের শাস্তির কী হবে?”-আদালতে প্রশ্ন মায়ের

করোনা মহামারীর সময়, একজন ছাত্রকে একাধিক হাসপাতালে ঘুরিয়ে বেড়ানোর পরও চিকিৎসা না দেওয়ায় মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরকারি হাসপাতালগুলির ভূমিকা নিয়ে হাইকোর্টে প্রশ্ন উঠেছে।
শুভ্রজিৎ চট্টোপাধ্যায় নামে ওই ছাত্রকে শ্বাসকষ্ট হওয়ায় প্রথমে কামারহাটি ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে বেসরকারি হাসপাতালে পাঠানো হলেও, কোনও যথাযথ চিকিৎসা না করে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তাকে আরও কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে, কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ছাত্রের মা শ্রাবণী চট্টোপাধ্যায়কে ডেকে প্রধান বিচারপতি বলেন, ক্ষতিপূরণের কোনও অঙ্কই আপনার সন্তানের বিকল্প হতে পারে না। আদালত তা সত্ত্বেও বেসরকারি হাসপাতালটিকে নির্দেশ দিতে চায় আপনাকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্যে। প্রধান বিচারপতিকে মৃত ছাত্রের মা জানান, ক্ষতিপূরণ বড় কথা নয়, যাদের গাফিলতির জন্যে সন্তানকে হারাতে হলো, তাদের শাস্তির কী হবে?
মৃতের পরিবারের অভিযোগ, সরকারি হাসপাতালগুলি তাদের দায়িত্ব এড়িয়ে গিয়েছে। হাইকোর্ট এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারে।