‘আমরা পুলিশ, শত্রু নই’- জান বাঁচাতে কর্মবিরতি, মান বাঁচাতেও আর্জি পুলিশকর্তার

শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ ক্রমশ অস্থির হয়ে উঠছে। সোমবার থেকে দেশজুড়ে সহিংসতা বেড়েছে, পুলিশ থানাগুলোতে হামলা চালানো হয়েছে এবং পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের ওপর আক্রমণ চালানো হয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ) অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে।
গত ২৪ ঘণ্টায় দেশের ৪৫০-এরও বেশি থানায় হামলা হয়েছে। অনেক থানাই আর অস্তিত্ব নেই, পুড়ে খাক হয়ে গেছে। এই পরিস্থিতিতে পুলিশ কর্মীরা নিজেদের প্রাণ বাঁচাতে কর্মবিরতির ডাক দিয়েছে। ফলে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কলেজ ছাত্রদেরকেও কাজে লাগাতে হচ্ছে।
বিপিএসএর দাবি, পুলিশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবে। তারা পুলিশ কর্মীদের খুনের ঘটনায় অভিযুক্তদের বিচার, বৈষম্যহীন পদোন্নতি, ওভারডিউটি বন্ধ এবং শুক্র-শনিবার ছুটির মতো বিভিন্ন দাবি তুলেছে।
এই পরিস্থিতিতে পুলিশ কর্মকর্তারাও মিডিয়ায় এসে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন। তাদের মতে, কিছু পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত স্বার্থ ও রাজনীতিতে জড়ানোর কারণে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে।
যাঁরা অপরাধ করেছেন, তাঁরা শাস্তি পাক। কিন্তু কিছু মানুষের অন্যায় কাজের শাস্তি দয়া করে পুরো পুলিশ বাহিনীকে দেবেন না।
আমরা তো আপনাদেরই ভাই, আত্মীয়স্বজন। আমরা পুলিশ, শত্রু নই’