“টাকা দাও, নইলে পুড়িয়ে দেব”-ভারতীয়র পাসপোর্ট কেড়ে ‘স্বাধীন বাংলাদেশিদের’ তোলাবাজি

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চরমে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ‘৩৬ জুলাই স্বাধীনতা দিবস’ উদযাপিত হওয়ার সময়, ভারতীয় নাগরিকরাও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। মতি নন্দী নামে এক ভারতীয় মহিলাকে বাংলাদেশ থেকে ফেরার পথে একদল দুষ্কৃতী আটকে রেখে তার পাসপোর্ট ছিনিয়ে নেয় এবং টাকা দাবি করে।
সংবাদমাধ্যমকে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘রাস্তায় আমরা বাইকে আসছিলাম, ছেলেরা আমাদের আটকায়। বলে, এই হিন্দুরা তোমরা কোথায় যাও? পালাচ্ছ? আমরা বলি, না, পালাচ্ছি না। আমাদের পাসপোর্ট আছে। তখন ওরা পাসপোর্ট নিয়ে নেয় আর বলে, টাকা দাও। নইলে পাসপোর্ট পুড়িয়ে দেব।’
অসমের রবিউল ইসলামকে বাংলাদেশের একটি হোটেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
বেনাপোল সীমান্তে কাস্টমস অফিসার এবং বিজিবি রক্ষীদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনাগুলো প্রমাণ করে যে, বাংলাদেশে অবস্থিত ভারতীয়দের জীবন ও সম্পত্তি বিপন্ন।
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বেড়েছে। এই অস্থিরতার সুযোগ নিয়ে একাংশ ভারতীয়দের লক্ষ্য করে তাদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। মতি নন্দী এবং রবিউল ইসলামের উপর হামলা এই দাবির প্রমাণ। বেনাপোল সীমান্তে কাস্টমস অফিসার এবং বিজিবি রক্ষীদের ওপর হামলাও এই পরিস্থিতির গুরুতরতা তুলে ধরে।