“আধার কার্ড নয় ভারতীয় নাগরিকত্বের প্রমাণ”- বড় রায় দিলো কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে জানিয়েছে যে, আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। কোনো ব্যক্তি এই কার্ড দেখিয়ে নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারবে না। আদালত স্পষ্ট করে দিয়েছে যে, আধার কার্ড শুধুমাত্র সরকারি সেবা গ্রহণের সুবিধার্থে ব্যবহৃত হয়।
লোকসভা নির্বাচনের আগে রাজ্যের অনেক মানুষের আধার কার্ড বাতিল হয়ে যাওয়া নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছিল। আদালত শুনানিতে বলেছে যে, আধার কার্ড বাতিল হওয়ার কারণে কারও নাগরিকত্ব চলে যায় না।

কেন্দ্র সরকার দাবি করেছিল যে, দেশের নিরাপত্তার স্বার্থে যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ ছিল, তাদের আধার কার্ড বাতিল করা হয়েছিল। তবে আদালত এই যুক্তি মানতে রাজি হয়নি।

লোকসভা ভোটের আগে মতুয়াসহ বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের আধার বাতিল করে কেন্দ্র। যা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়। কয়েদ দিন পরে তাদের আধার কার্ড সক্রিয় করে দেওয়া হয়েছে বলে জানান বিজেপির নেতা মন্ত্রীরা।

আদালত এই বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে যে, আধার কর্তৃপক্ষকে কোনো ব্যক্তির নাগরিকত্ব যাচাই করার অধিকার দেওয়া হয়েছে, সেই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।