কেরালায় থাকছে না ছেলে-মেয়ের আলাদা স্কুল! চালু হবে সহ-শিক্ষা ব্যবস্থা

কেরালা রাজ্যের সব বিদ্যালয়ে কো-এড বা সহ-শিক্ষা ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কেরালার শিশু অধিকার রক্ষা কমিশন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এ ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে।

শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের লিঙ্গবৈষম্য থাকা উচিত নয়- ধারণা থেকেই রাজ্যটির সব স্কুলে ছেলে-মেয়েদের একই সঙ্গে পাঠদানের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে।

কেরালার সরকারি হিসাব বলছে, রাজ্যটিতে ছেলেদের স্কুল ও মেয়েদের স্কুলের সংখ্যা যথাক্রমে ২৮০ ও ১৬৪টি। তবে শুধু সরকারি স্কুলই নয়, বেসরকারি-সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলকেও এ পরিকল্পনার আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ৯০ দিনের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শৌচাগারের মতো প্রয়োজনীয় কাঠামো তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

কমিশনের দাবি, কো-এড ব্যবস্থায় পাঠদান করা হলে, ছোট থেকেই শিশুদের মনে লিঙ্গবৈষম্যমূলক চিন্তা-ভাবনা আসবে না। লিঙ্গসাম্য প্রতিষ্ঠা ও নারীদের বিরুদ্ধে ঘটে চলা অপরাধ কমানোর ক্ষেত্রেও এ পদক্ষেপ কাজে আসবে বলে দাবি কমিশনের।

দেশটির একাধিক গণমাধ্যম থেকে জানা গেছে, আইজ্যাক পল নামের এক ব্যক্তি কিছুদিন আগে ছেলে-মেয়েদের আলাদা স্কুল লিঙ্গসাম্য প্রতিষ্ঠার পরিপন্থী বলে শিশু অধিকার রক্ষা কমিশনে অভিযোগ করেন। ওই অভিযোগ আমলে নিয়েই এ নির্দেশ দেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy