বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো পচাগলা দেহ, প্রয়াত রবীন্দ্র সঙ্গীত শিল্পী মানস বসু

বর্ধমানে চাঞ্চল্যকর ঘটনা। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানস বসু নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেলেন। রবিবার গভীর রাতে বর্ধমান শহরের ছোটনীলপুর এলাকার বৃন্দাবন গার্ডেন অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাট থেকে এক ধরনের পচা গন্ধ আসছিল বেশ কয়েকদিন ধরে। প্রথমে সন্দেহ হলেও পরে গন্ধের তীব্রতা বাড়তে থাকায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেখতে পায় মানস বসু মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর দেহ পচা অবস্থায় ছিল।

মানস বসু একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ফ্ল্যাটে কী ভাবে মৃত্যু হল, তা এখনও অজানা। পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মানস বসু একাকী থাকতেন। তাঁর সঙ্গে স্থানীয়দের সামান্য পরিচয় ছিল। শুক্রবার তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁর কোনও খোঁজ মেলেনি।

এই ঘটনায় এলাকায় সেন্সেশন তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।