BigNews: এবার সরকারি বাসে ভোরে যাবে রাস্তা? বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা

রাজ্যের সরকারি বাসের সংখ্যা কমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে বিপত্তি নেমে এসেছে। এই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহণ দফতরকে কড়া নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার পরিবহণ মন্ত্রী ও দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়াতে হবে।

কেন কমছে বাস?

মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন, তেলের দাম বাড়ার পরেও কেন সরকারি বাসের সংখ্যা কমছে? বেতন দিতে সমস্ত টাকা খরচ হয়ে গেলেও আয় বাড়ছে না কেন? তিনি বাসের ভাড়া না বাড়িয়েও কীভাবে আয় বাড়ানো যায়, সেই বিষয়ে পরিবহণ মন্ত্রীকে পরিকল্পনা করতে বলেছেন।

মুখ্যমন্ত্রীর পরামর্শ:

মুখ্যমন্ত্রী চান যে, রাজ্যের রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়াতে হবে।বাস চালক ও পরিচালকদের তিন শিফটের পরিবর্তে চার শিফটে কাজ করানোর পরামর্শ দিয়েছেন তিনি। দুটি বাসের মাঝের সময় কমানোর জন্যও তিনি নির্দেশ দিয়েছেন।দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম ও উত্তরবঙ্গ পরিবহণ নিগমকে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সঙ্গে মিলিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

সুপ্রিম কোর্টের মামলার কারণে আটকে থাকা ১১৮০টি ই-বাসকে রাস্তায় নামানোর জন্য নির্দেশ দিয়েছেন।

ভাড়া বাড়ানোর বিরোধিতা:

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে, সরকারি বাসের ভাড়া বাড়ানো হবে না। বেসরকারি বাসে ভাড়া বেড়ে গেলেও সরকারি বাসে ভাড়া সাত টাকা থেকে কম রাখা হবে।

এই সিদ্ধান্তের গুরুত্ব:

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য সুসংবাদ। কারণ, এতে করে রাজ্যের রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়বে এবং যাতায়াত ব্যবস্থা আরও সুচারু হবে।