শেখ হাসিনার ‘বিপদ’ নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এক ভারতীয় জ্যোতিষী

শেখ হাসিনার জীবনে এমন দুঃসময় আসবে, তা নিয়ে এক বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের প্রশান্ত কিনি নামে এক জ্যোতিষী। তার করা সেই ভবিষ্যদ্বাণীটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রশান্ত কিনি গত বছর বলেছিলেন, ২০২৪ সালের মে, জুন, জুলাই ও আগস্ট মাসে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এসময় তার ওপর হত্যাচেষ্টা করা হতে পারে।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্টি হওয়া নজিরবিহীন গণআন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান। তারপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পুরোনো পোস্টটি নতুন করে শেয়ার করেন প্রশান্ত কিনি।
নতুন পোস্টটিতে প্রশান্ত লিখেছেন, শেখ হাসিনা যে ২০২৪ সালের আগস্টে সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম।
পোস্টটি শেয়ার করার পর হাজার হাজার কমেন্ট পড়েছে সেখানে। মন্তব্যও করেছেন বহু মানুষ। অনেকেই প্রশান্তর কাছে নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকেই লিখেছেন, আপনার ভবিষ্যৎ দেখার ক্ষমতা অসাধারণ।
I have Already predicted Sheikh Haseena will be in trouble in August 2024 ,
Is she flee her country !!!! https://t.co/WePWMaOOkP— Prashanth Kini (@AstroPrashanth9) August 5, 2024
এদিকে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আরও কয়েকটা দিন সময় দিতে চায় ভারত সরকার। মঙ্গলবার (৬ আগস্ট) এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি বলেন, খুব সংক্ষিপ্ত নোটিশে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আসার অনুরোধ করেছিলেন। আমরা একই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য অনুরোধ পেয়েছিলাম। শেষমেশ সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা দিল্লিতে পৌঁছান।
সূত্র: হিন্দুস্তান টাইমস