বিশেষ: মা পা রাখেননি স্কুলের গন্ডিতে, মেয়ে IAS! সাফল্যর রহস্য জানালেন জেলাশাসক

জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিনের জীবন কাহিনী এক অনুপ্রেরণার উৎস। তিনি একজন অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে। তাঁর মা কোনদিন স্কুলে যাননি। কিন্তু, সামার শিক্ষার প্রতি গভীর আগ্রহ দেখে তিনি সবসময় মেয়ের পড়াশোনায় উৎসাহিত করতেন।

সামা ছোট থেকেই মেধাবী ছিলেন। উচ্চমাধ্যমিকের পর তিনি পরিবারের হাল ধরার জন্য রেলে চাকরি শুরু করেন। সেই সময়ও তিনি উচ্চশিক্ষার জন্য পড়াশোনা চালিয়ে যান। ডিসটেন্স কোর্সে পড়াশোনা করেন তিনি।

রেলে চাকরি করার পাশাপাশি তিনি UPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। প্রথমবার পরীক্ষায় বসেই তিনি সাফল্য পাননি। বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে তিনি UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন এবং IAS অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করেন।

সামার জীবন কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে পারি যে, ইচ্ছাশক্তি এবং পরিশ্রম থাকলে সবকিছুই সম্ভব। তিনি একজন সাধারণ পরিবারের মেয়ে হয়েও নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলেন।

সামার অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে IAS, IPS হওয়ার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া তরুণ-তরুণীরা। তাঁরা সামার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে নতুন করে পথ চলা শুরু করার জন্য উদ্যোগী হয়েছেন।

জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে এই তরুণ-তরুণীদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের সত্যেন্দ্র নাথ ঠাকুর ইন্সটিটিউটের জলপাইগুড়ির ব্রাঞ্চে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ থেকে বহু তরুণ-তরুণী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

সামার জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে, কঠোর পরিশ্রম এবং ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব।