সাপের কামড় খেয়েও সুস্থ ব্যক্তি! উল্টে মৃত্যু হলো কোবরার, কারণ শুনে সকলে অবাক

মধ্যপ্রদেশের সাগর রোডে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এক সাপ উদ্ধারকারীকে কামড়ানোর পর কোবরাটিই মারা গিয়েছে! এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

গত ১৮ জুলাই, সাগর-খুরাই রোডে একটি বড় কোবরা দেখা গেলে স্থানীয়রা সাপ উদ্ধারকারী চন্দ্রকুমার আহিরওয়ারকে ডাকেন। চন্দ্রকুমার সাবধানতার সঙ্গে সাপটিকে একটি প্লাস্টিকের বাক্সে বন্দি করেন। কিন্তু বাক্সে বন্দি হওয়ার আগে কোবরাটি চন্দ্রকুমারের দুই হাতের বুড়ো আঙুলে কামড় দিয়ে ফেলে।

কামড় খাওয়ার পর চন্দ্রকুমারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আশ্চর্যজনকভাবে, কিছুক্ষণের মধ্যেই বাক্সের ভিতর বন্দি কোবরাটি মারা যায়।

কীভাবে মারা গেল কোবরা?

স্থানীয় বাসিন্দাদের মতে, প্লাস্টিকের বাক্সে বন্দি হওয়ার কারণে কোবরাটি শ্বাসরোধে মারা গিয়েছে। বাক্সে যথেষ্ট বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের অভাবে কোবরাটির মৃত্যু হয়।