‘টার্গেট’ আওয়ামি লিগ নেতারা, এখন কোথায় রয়েছেন হাসিনার অন্যান্য মন্ত্রীরা?

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি নিয়ে বাংলাদেশ তোলপাড়। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করেন শেখ হাসিনা। স্বাভাবিকভাবেই হাসিনার দল আওয়ামী লীগের অন্য মন্ত্রী-এমপিদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহল রয়েছে। শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা এখন কোথায় আছেন? ‘প্রথম আলো’ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও রোববার দেশে ছিলেন। তবে বেশির ভাগ ফোনই বন্ধ। তারা নিরাপদ স্থানে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ‘আর টিভি’র খবরে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শায়ান ও সাধারণ সম্পাদক তানভীর হাসান দেশত্যাগ করেছেন তার স্বজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ হাসিনা রোববার সকালে বিমানে ঢাকা ত্যাগ করেন ফজলে নূর তাপস।
তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন বলে জানা গেছে। জানা গেছে, শুধু মন্ত্রীই নয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাদের সরকারি বাংলোতে নেই। বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হচ্ছে। সোমবার বিকেলে লালমনিরহাটে এক নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেখান থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।