উত্তপ্ত বাংলাদেশ, পিটিয়ে হত্যার অভিযোগ শ্রাবন্তী-কৌশানীর নায়ক কে

বাংলাদেশের রাজনৈतिक অস্থিরতা এক নতুন মাত্রা পেয়েছে। কোটা বিরোধী আন্দোলনের জেরে দেশটির রাজনৈतिक পরিস্থিতি এতটাই তীব্র হয়ে উঠেছে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। এই অস্থিরতার মধ্যেই চাঁদপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও তার ছেলে শান্ত খানকে গণপিটুনি করে হত্যা করা হয়েছে।
শান্ত খান এক জনপ্রিয় অভিনেতা ছিলেন। তিনি কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চ্যাটার্জি-সহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ শোকস্তব্ধ।
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনগণের তোপের মুখে পড়েন তারা। এরপর সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হয়। তারপর সেখানে জনগণের পিটুনিতে নিহত হোন সেলিম খান ও তার ছেলে শান্ত খান।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি। তবে আমাদেরকে কেউ খবর দেয়নি। আর আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে কাউকে পাঠানো হয়নি।
দু’বছর আগে আওয়ামী লিগ থেকে বহিষ্কৃত হওয়া সেলিম খান এবং তার ছেলে শান্ত খানের এই হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, তা এখনও অস্পষ্ট। এই ঘটনা বাংলাদেশের রাজনৈतिक পরিস্থিতির গুরুতরতা আরও একবার প্রমাণ করে।