পেট্রাপোল সীমান্তে নজরদারি BSF-র , জেনেনিন চ্যাংড়াবান্ধা-মহদিপুরের পরিস্থিতি কী?

বাংলাদেশে অশান্তির জেরে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে। সোমবার থেকেই সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং BSF সতর্ক অবস্থায় রয়েছে। মঙ্গলবার, উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে BSF-এর ডিজি দলজিৎ সিং চৌধুরী পরিস্থিতি পর্যালোচনা করতে এসেছেন।
কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে পণ্য পরিবহন বন্ধ থাকলেও, যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। তবে, উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানি এবং যাত্রী পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে চট, জামা-কাপড়, চানাচুর ইত্যাদি আসত; আর ভারত থেকে বাংলাদেশে পিঁয়াজ, লঙ্কা রপ্তানি হত। এই বাণিজ্যিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
পেট্রাপোল ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং বিভাগের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, বাংলাদেশে তৈরি হওয়া অস্থির পরিস্থিতির ফলে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। ব্যাট সীমান্ত এলাকায়ও ব্যবসায় প্রভাবিত হয়েছে। যাত্রী পরিবহন বন্ধ থাকায় অটো, ছোট গাড়িগুলির ভাড়া পাওয়া যাচ্ছে না।
মালদা জেলার মহদিপুর স্থলবন্দরেও রপ্তানি বন্ধ রয়েছে। বাংলাদেশে আটকে থাকা ভারতীয় গাড়ি ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।