বাংলাদেশের অশান্তি! নিরাপদ আশ্রয় পেতে সীমান্ত পেরিয়ে এদেশে বাংলাদেশীরা

বাংলাদেশের অশান্তির ছায়া ঘোজাডাঙা সীমান্তে। নিরাপত্তার খোঁজে বাংলাদেশের সাতক্ষীরার প্রকাশ মণ্ডল ও জায়েদা বিবিসহ বেশ কয়েকটি পরিবার ভারতে আশ্রয় নিয়েছে। দেশে গভীর হচ্ছে অশান্তি, নিরাপত্তার অভাব বোধ করে তারা ভারতের পথে।

ঢাকার বাসিন্দা পারমিতা সরকার, রোহিত মণ্ডল এবং রতন মালাকার জানিয়েছেন, “দেশে অস্থিরতা বেড়েছে, হিংসা ছড়িয়ে পড়েছে। বাজার-ঘাট বন্ধ, পরিস্থিতি ভয়াবহ।” খুলনার রিয়াজুল আলম, আখের আলি গাজি ও রত্না পারভিনও সাইকেল ভ্যান, হেঁটে ভোমরা হয়ে ঘোজাডাঙা পৌঁছেছেন।

সোমবার থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে বাণিজ্য বন্ধ হওয়ায় উভয় দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে কাঁচামাল, শাক-সবজি, দুগ্ধজাত দ্রব্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সিএনএফ অ্যান্ড কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব মণ্ডল জানিয়েছেন, “একদিনের জন্য বাণিজ্য বন্ধ থাকলে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা ক্ষতি হয়।”