স্কুল থেকে ফেরার পথে বাড়ি না গিয়ে দুই ছাত্র উঠলো ট্রেনে? তারপর যা ….ঘটলো?

বর্ধমানের বড়নীলপুরের সুকান্তনগর থেকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দুই ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। সোমবার ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ছাত্র স্কুলবাস থেকে নেমে মায়েদের হাত থেকে মোবাইল ফোন ও বাড়ির চাবি নিয়ে বাড়ি যাচ্ছিল। কিন্তু বাড়িতে ফেরেনি তারা। পরিবারের পক্ষ থেকে বর্ধমান থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ছাত্ররা বীরহাটার দিকে যাচ্ছিল। মুচিপাড়া এলাকায় একটি ফুটেজে এক ছাত্র তার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে ফেলতে দেখা যায়। পুলিশ পরে ওই এলাকা থেকে ভাঙা মোবাইল ফোনটি উদ্ধার করে। অন্য ফোনের শেষ টাওয়ার লোকেশন বর্ধমান স্টেশন হওয়ায় পুলিশ হাওড়াগামী ট্রেনে চড়তে দেখে তাদের।
দীর্ঘ খোঁজাখুঁজির পর, হাওড়া স্টেশন চত্বর থেকে দুই ছাত্রকে উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ। দুই ছাত্রকে ফিরিয়ে আনতে রাতেই বর্ধমান থানা থেকে একদল পুলিশ হাওড়ার উদ্দেশে রওনা দেয়।
কেন পালিয়েছিল ছাত্ররা?
কী কারণে ওই দুই ছাত্র স্কুল থেকে বাড়ি না-ফিরে হাওড়ায় চলে গেল তা এখনও পরিষ্কার নয়। তবে সূত্রের খবর, পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তায় বাড়ি না ফিরে পালানোর সিদ্ধান্ত নেয় ওই দুই পড়ুয়া।
স্থানীয়দের প্রতিক্রিয়া:
এই ঘটনায় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বড়নীলপুরের বাসিন্দা সমীরণ সরকার। তাঁর মতে, পুলিশ যদি সিসি ক্যামেরার ফুটেজ যথাযথভাবে ব্যবহার করত, তাহলে হয়তো ছাত্রদের আগেই উদ্ধার করা যেত।
দুই ছাত্রের নিখোঁজ হওয়া এবং পরবর্তী উদ্ধারের এই ঘটনা স্থানীয় সমাজে শিক্ষার চাপ এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে নতুন করে আলোকপাত করেছে।