“সব রাজ্যকে আয়ুষ্মান ভারত কার্ড চালু করতে হবে”- হুঁশিয়ারি দিলেন NMC কর্তা

ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) সকল রাজ্যকে আয়ুষ্মান ভারত কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে। এনএমসি-র মতে, সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী সকল ব্যক্তির কাছে এই কার্ড থাকা আবশ্যক। যাদের কাছে এই কার্ড নেই, তাদেরকে রোগী হিসেবে গণ্য করা হবে না। ফলে মেডিক্যাল কলেজগুলি যে রোগী ভর্তির পরিসংখ্যান জমা দেয়, সেগুলি এনএমসি বিবেচনা করবে না।
রবিবার কল্যাণী এইমসে আয়োজিত একটি অনুষ্ঠানে এনএমসি-র আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ডের সভাপতি অরুণা ভানিকর এই ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, শীঘ্রই চিকিৎসকদের জন্য একটি সর্বভারতীয় লাইসেন্স চালু হতে চলেছে।
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প পুরোপুরি চালু না হওয়ায় বেশিরভাগ মানুষের কাছে এই কার্ড নেই। এই বিষয়টি নিয়ে এনএমসি উদ্বেগ প্রকাশ করেছে। ভানিকর বলেন, “আয়ুষ্মান ভারত কার্ড ছাড়া চিকিৎসা করানো হলে কেন্দ্র সরকার তা গ্রহণ করবে না।”
এই নির্দেশের ফলে রাজ্যের মেডিক্যাল কলেজগুলি কেন্দ্রীয় অনুদান পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে। কারণ, যদি তারা আয়ুষ্মান ভারত কার্ডধারী রোগীদের চিকিৎসার পরিসংখ্যান সঠিকভাবে জমা না দেয়, তাহলে এনএমসি তাদের মূল্যায়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।