৭ সেনাকর্মী নিয়ে বাংলাদেশ ফিরছে বিমান, শেখ হাসিনা তাহলে কোথায়?

সেনাবাহিনী ৪৫ মিনিট সময় দিয়েছিল। আর সেই সময়ের মধ্যে শেখ হাসিনা কোনোমতে দেশ ছেড়ে ভারতে চলে আসেন। তাকে প্রথমে সেনা হেলিকপ্টারে করে গণভবন থেকে বের করে আনা হয়। পরে বাংলাদেশী বিমানবাহিনীর বিমানে তাকে হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে আসা হয়। গতকাল পদত্যাগের পরপরই বাংলাদেশ থেকে একটি ফ্লাইটে দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর C-130J বিমানে করে তাকে এ দেশে আনা হয়। বলা হচ্ছে, আজ সকালে বিমানটি আবার উড্ডয়ন করেছে।

খবরে বলা হয়েছে, আজ সকাল ৯টায় বিমানটি উড্ডয়ন করেছে। তবে হাসিনা ওই বিমানে ছিলেন না বলে জানা গেছে। ওই বিমানে বাংলাদেশি সেনাসদস্য ছিলেন, শেখ হাসিনা কি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন নাকি ব্রিটেনে যাবেন? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দন থেকে বাংলাদেশী বিমানবাহিনীর বিমানটি উড্ডয়নের পর থেকেই ভারতীয় নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এমন পরিস্থিতিতে হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে জোর জল্পনা। এদিকে হাসিনার ছেলে ওয়াজেদ সজিব আগেই জানিয়ে দিয়েছেন তার মা বাংলাদেশে ফিরবেন না। রাজনীতিতে নামবেন না। এদিকে গতকাল হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই পরিস্থিতিতে ফিরে অজিত ডোভাল প্রধানমন্ত্রী মোদীর কাছে তাঁর রিপোর্ট জমা দেন। গতকাল রাতে কেন্দ্রীয় নিরাপত্তা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন মোদি। সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়। আজ সকালে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন।