SPORTS: নজরে সোনা, ইতিহাস গড়বেন নীরজ চোপড়া ? জেনেনিন হাইভোল্টেজ ইভেন্ট কখন ?

তিন বছর আগে টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে ইতিহাস গড়া নীরজ চোপড়া এবার প্যারিস অলিম্পিকে ফের সোনা জেতার লক্ষ্যে রয়েছেন। ভারতের জন্য এটি একটি বিরাট চ্যালেঞ্জ, এবং নীরজের উপর গোটা দেশের আশা রয়েছে। যদি তিনি পদক ধরে রাখতে পারেন, তবে নিঃসন্দেহে তিনি ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদ হয়ে যাবেন।

টোকিও অলিম্পিকের জয়ের পর থেকেই নীরজ নিরবচ্ছিন্ন অনুশীলনে মগ্ন। তিনি বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পিক চ্যাম্পিয়নের মর্যাদায় প্যারিসে অংশগ্রহণ করবেন। তবে, চিন্তার বিষয় হল, তাঁর প্রস্তুতি আশানুরূপ নয়। এ বছর তিনি মাত্র তিনটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং কাঙ্ক্ষিত ৯০ মিটারের গণ্ডি পার করতে পারেননি।

নীরজের প্রধান প্রতিপক্ষ চেকিয়ার ইয়াকুব ভাদলেই। ভাদলেই সাম্প্রতিক কালে প্রায় প্রতিটি প্রতিযোগিতায় নীরজকে কঠিন চ্যালেঞ্জ জানিয়ে আসছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ সোনা জেতার পর ভাদলেই ব্রোঞ্জ পেয়েছিলেন এবং এ বছর ডায়মন্ড লিগে নীরজকে হারিয়েছিলেন। ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছোড়ার অভিজ্ঞতাও তাঁর রয়েছে।

কখন দেখবেন নীরজের ইভেন্ট?
অ্যাথলেটিক্স:পুরুষদের জ্যান্ডলিন থ্রো (যোগ্যতা): কিশোর জেনা- দুপুর ১.৫০,পুরুষদের জ্যান্ডলিন থ্রো (যোগ্যতা): নীরজ চোপড়া দুপুর ৩.২০। জিও সিনেমায় লাইভ স্ট্রিমিং দেখা যাবে। পাশাপাশি টিভিতে স্পোর্টস ১৮-এও দেখা যাবে এই ম্যাচ।