বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে যা বললেন সোনাম কাপুর

বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি সাধন নিয়ে বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছেন। সবাই শিক্ষার্থীদের এ আন্দোলনে সমর্থন দিয়েছেন। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলিউড তারকা সোনাম কাপুরও।
বলিউড তারকা সোনাম কাপুর এ নিয়ে বাংলাদেশের মানুষের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করেছেন। একটি গণমাধ্যমের প্রতিবেদন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন এ অভিনেত্রী।
সোনমের শেয়ার করা এ প্রতিবেদন অনুযায়ী, একদিনে ৬৬ জন নিহত হয়েছেন। যদিও পরে সেই সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোনম পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘এটি আসলেই ভয়ানক। চলুন সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।’ সোনামই প্রথম বলিউড তারকা, যিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন।
ছাত্রদের কোটা আন্দোলন থেকে এক পর্যায়ে সরকার পতনের ডাক দেওয়া হয়। এ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। সোমবার (৫ আগস্ট) পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতের আগরতলার উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে তার বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, এরই মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।