“রাজাকার” মন্তব্যেই হলো কাল! জেনেনিন কেন বাংলাদেশ ছাড়তে হল শেখ হাসিনাকে?

১৯৭৫ সালের সেই রক্তাক্ত রাতে বাংলাদেশ কেঁপে উঠেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডের পর দেশটির রাজনৈতিক দৃশ্যপটের সবকিছু পাল্টে যায়। কিন্তু, মুজিবের কন্যা শেখ হাসিনা বেঁচে ছিলেন। তিনিই পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব ধরেন।
দীর্ঘদিন দেশের রাজনীতির শীর্ষে থেকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন শেখ হাসিনা। কিন্তু ২০২৪ সালে, অকাল বসন্তে, তাঁকে ক্ষমতাচ্যুত হতে হল। ‘রাজাকার’ মন্তব্যের জেরে ছড়িয়ে পড়া আন্দোলনের সামনে হাসিনাকে মাথা নত করতে হল।
এক সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে দেশের মানুষকে এক করে তোলার প্রতীক ছিলেন শেখ হাসিনা। কিন্তু, কোটা আন্দোলনের সময় তাঁর ‘রাজাকার’ মন্তব্য দেশকে দুই ভাগে বিভক্ত করে দেয়। তরুণ প্রজন্মের একাংশ তাঁর এই মন্তব্যকে অসহ্য মনে করে। মুক্তিযুদ্ধের আদর্শের নামে তাদের ওপর চাপিয়ে দেওয়া দায়িত্বের বিরুদ্ধে তারা প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে।
এই আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিকেই কেন্দ্র করে ঘটেনি, এর পেছনে ছিল বহু বছর ধরে জমে থাকা অসন্তোষ। তরুণ প্রজন্মের একাংশের মনে ছিল, দেশের রাজনীতি একই পরিবারের হাতে কেন্দ্রীভূত হয়ে আছে। তারা পরিবর্তনের দাবি তুলে।
শেষ পর্যন্ত, আন্দোলনের তীব্রতা সামলাতে না পেরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়। তাঁর পদত্যাগের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়।