ভাঙা হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ম্যুরাল, বাংলাদেশে ‘আন্দোলনে’ এখনও মৃত্যু ১০১

বাংলাদেশ বর্তমানে দ্বৈত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে, দেশটি ‘শোকের মাস’ পালন করছে। অন্যদিকে, চলতি মাসেই কোটা সংস্কার আন্দোলন চরম আকার ধারণ করেছে। এই আন্দোলনের মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ডাকা অসহযোগ আন্দোলন রক্তাক্ত পরিণতি বয়ে এনেছে।
গত রবিবার, আন্দোলনকারীরা এবং আওয়ামী লীগ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য রয়েছেন। এই সংঘর্ষে আওয়ামী লীগের নেতা, অফিস এবং একাধিক সরকারি অফিসে হামলা চালানো হয়েছে। এমনকি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুরের শিকার হয়েছে। ঢাকা শহরের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে বঙ্গবন্ধুর ছবি কালিমালিপ্ত করার ঘটনাও ঘটেছে।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও, একটি ভিডিয়ো দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ফরিদপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।তাতে লেখা হয়েছে, ‘যারা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে তারা কেউ সাধারণ মানুষ এবং পড়ুয়া নন।’