DJ-বক্সের ট্রলির সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে দুর্ঘটনা, বিহারে কাঁওয়ার যাত্রায় মৃত ৯

বিহারের বৈশালী জেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় কানওয়ার যাত্রী বহনকারী একটি গাড়ি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি হাজিপুরে ঘটেছে। পুণ্যার্থীরা সোনপুরের বাবা হরিহরনাথ মন্দিরে পূজো দিয়ে ফিরছিলেন।
জানা গেছে, গাড়িটির উচ্চতা বেশি হওয়ায় রাস্তার উপরের বিদ্যুৎবাহী তারের সঙ্গে সংস্পর্শে আসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ির মধ্যে থাকা যাত্রীরা মারা যান। মৃতদের মধ্যে কয়েকজন নাবালকও রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কাঁওয়ার যাত্রীরা সোনাপুরের বাবা হরিহরনাথ মন্দিরে জলাভিষেক করতে একটি ট্রলিতে ডিজে বক্স নিয়ে যাচ্ছিলেন। সেই সময় হাই টেনশন বিদ্যুতের সংস্পর্শে চলে আসে ট্রলিটি। তাতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে দেরি হওয়ায় আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।
বিহার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। হাজিপুরের এসডিপিও ওম প্রকাশ জানিয়েছেন, গাড়ির উচ্চতা বৃদ্ধি এবং বিদ্যুৎ তারের সংস্পর্শের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, শ্রাবণ মাসে কানওয়ার যাত্রা বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সহ একাধিক রাজ্যে ব্যাপকভাবে পালিত হয়। এই যাত্রায় লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা জল নিয়ে শিব মন্দিরে যান। এই বছর কানওয়ার যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে নানা ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনাটি পুরো রাজ্যকে শোকস্তব্ধ করেছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের বিভিন্ন মহল।