ব্যবসায়ীর গাড়িতে গুলি, জব্বলপুর থেকে গ্রেফতার হলেন শ্য়ুটার উত্তম

বেলঘরিয়ার রথতলা মোড়ে গত ১৫ জুন ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে উত্তম পাসোয়ান নামে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারির সঙ্গে এই মামলার মোট গ্রেফতারের সংখ্যা ছয় হয়েছে।

পুলিশের তদন্তে জানা গেছে, উত্তম পাসোয়ানই সেই ব্যক্তি যিনি গাড়িতে গুলি চালিয়েছিলেন। মূল অভিযুক্ত মাফিয়া সুবোধ সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ উত্তমের লোকেশন খুঁজে পায়।

উত্তম পাসোয়ান সুবোধ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী। গুলিচালনার ঘটনার পর সে বিহারে পালিয়ে যায়। সেখানে একটি খুনের ঘটনায় জড়িয়ে মধ্যপ্রদেশে পালিয়ে যায়। ছত্তিসগড়েও তার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তম পাসোয়ান একাধিক রাজ্যে খুন, হুমকি ও ডাকাতির মতো গুরুতর অপরাধে জড়িত। সোমবার তাকে মধ্যপ্রদেশ থেকে বারাকপুরে আনা হবে।