‘লাভ জিহাদ’-এ হবে যাবজ্জীবন কারাদণ্ড, নয়া আইন আনার পথে অসম সরকার

অসম সরকার “লাভ জিহাদ”-এর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে। রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, এই ধরনের অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। রবিবার গুয়াহাটিতে একটি বৈঠকে তিনি বলেন, “নির্বাচনের সময় আমরা এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেই মতোই একটি নতুন আইন আনা হচ্ছে।”
“লাভ জিহাদ” ছাড়াও, অসমে হিন্দু ও মুসলিমদের মধ্যে জমি কেনাবেচা সংক্রান্ত একটি নতুন আইন আনার কথাও তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, “হিন্দু ও মুসলিমরা পরস্পরের কাছ থেকে জমি কিনতে বা বিক্রি করতে পারবে কি না, সেই বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।”
হিমন্ত বলেন, ‘সরকার এই ধরনের লেনদেনে বাধা দিতে পারে না। তবে সরকার ঠিক করেছে এই ধরনের লেনদেনের আগে সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘অসমের বিধানসভায় খুব শীঘ্রই এমন একটি নীতি আসছে চলছে, যার ফলে অসমের সরকারি চাকরির সুযোগ শুধুমাত্র তাঁরাই পাবেন যাঁরা অসমে জন্মেছেন।’
তিনি বলেন, ‘জন্মের কয়েকদিনের মধ্যেই নবজাতক শিশুদের আধার কার্ড দেওয়া হবে। প্রাথমিকভাবে শুধুমাত্র জেলার মেডিক্যাল কলেজগুলিতেই এই প্রকল্প চালু করা হবে। এর পরে এই প্রকল্পটি গোটা রাজ্যে কার্যকর করা হবে, যাতে শিশুরা জন্মের সঙ্গে সঙ্গেই আধার কার্ড পায় এবং তাদের পরিবারকে এর জন্য লাইনে দাঁড়াতে না হয়।’