সদ্য বিবাহিত অভিনেত্রী সোহিনী সরকার সন্দেশ টিভির একটি পডকাস্টে অংশগ্রহণ করে তাঁর অন্তরের কথা খুলে বলেছেন। সুখী দাম্পত্য জীবনের পাশাপাশি, তিনি অভিনয়ের মাধ্যমে তাঁর মনের অন্ধকার দিকগুলো বের করে আনতে চান। রাগ-দুঃখ-বিরক্তি নিয়ে কিছু কথা বলেছেন অকপট। কী বলেছেন সোহিনী?
সোহিনী বলেছেন, “আমি এমন কিছু কাজ করতে চাই, যেটা আমার ভিতরের রাগকে বের করতে পারে। আমার ভিতরের হিংসেকে বের করতে পারে। আমার বিরক্তিকে কমাতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের চারপাশে অনেক নেতিবাচকতা রয়েছে। সেগুলো আমাদের মনকে প্রভাবিত করে। আমি চাই, এই নেতিবাচকতাগুলোকে আমার অভিনয়ের মাধ্যমে বের করে আনতে।”
সোহিনী মনে করেন, শিল্পী হিসাবে তাঁর দায়িত্ব শুধুমাত্র মানুষকে হাসাতে বা কাঁদাতে নয়, বরং তাদের মনের গভীরে ঢুকে তাদের অনুভূতিগুলোকে প্রকাশ করতে সাহায্য করা। তিনি বলেন, “আমি চাই আমার অভিনয় দর্শকদের মনে চিন্তা করার জন্ম দেয়।”