SPORTS: ৯০ বছরের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের মাদান্দে, সকলে করছে সমালোচনা

টেস্ট ফরম্যাটে ৯০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৪২ রান বাই দিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি। বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে লজ্জার এ রেকর্ডের মালিক হন মাদান্দে।
এ ম্যাচ দিয়েই অবধ্য টেস্টে ২৪ বছর বয়সী মাদান্দের অভিষেক হয়েছে। গত বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টের প্রথম দিন টস হেরে প্রথমে ব্যাট করে ২১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১ বল খেলে ডাক মারেন মাদান্দে।
গতকাল ম্যাচের দ্বিতীয় দিন ২৫০ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এ ম্যাচে উইকেটরক্ষক হিসেবে ৪২ রান বাই দেন মাদান্দে। টেস্টে এর আগে সর্বোচ্চ বাই রান দিয়েছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক লিস অ্যামেসের।
১৯৩৪ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ৩৭ রান বাই দিয়েছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার অ্যামেস। ম্যাচের ঐ ইনিংসে ৩২৭ রান করেছিলো অস্ট্রেলিয়া।
অভিষেক টেস্টে লজ্জার রেকর্ড গড়ার পেছনে একাই দায়ী নন মাদান্দে। তার দলের বোলাররা বেশিরভাগ ডেলিভারি লেগ সাইডের অনেক বাইরে করেছেন। সেসব ডেলিভারি ধরাটা কঠিনই ছিলো মাদান্দের জন্য।
মাদান্দে ও অ্যামেসের পর তৃতীয় সর্বোচ্চ বাই দিয়েছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক দিনেশ কার্তিক। ২০০৭ সালে ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৫ রান বাই দিয়েছিলেন কার্তিক।
জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে ও ৩০টি টি-২০ খেলেছেন মাদান্দে।