মাওবাদীদের পেতে রাখা ফাঁদ, অভিযান সেরে ফেরার পথেই IED বিস্ফোরণ, নিহত ২ জওয়ান

বুধবার রাতে ছত্তীসগড়ের বিজাপুরে যৌথ অভিযান চলাকালীন মাওবাদীদের ফাঁদে পড়ে দুই জওয়ান শহীদ ও আরও চারজন আহত হয়েছেন।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিজাপুর-সুকমা-দান্তেওয়ারার সংযোগকারী জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীদের ধরতে সিআরপিএফ এবং পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথ অভিযান শুরু করে।

অভিযানে সিআরপিএফের কোবরা বাহিনীও উপস্থিত ছিল।
বুধবার রাতে যখন অভিযান শেষে বাহিনী বিজাপুরের তারেম এলাকা দিয়ে ফিরছিল, তখন মাটির নীচে লুকিয়ে রাখা আইইডি বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে এসটিএফের দুই কর্মকর্তা নিহত এবং আরও চারজন গুরুতর আহত হন।
ধারণা করা হচ্ছে, মাওবাদীরা পরিকল্পনা করেই এই আইইডি বিছিয়ে রেখেছিল।

হামলার পরই ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়।আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল মহারাষ্ট্রের গড়চিরোলিতে টানা অভিযান চালিয়ে যৌথ বাহিনী ১২ জন মাওবাদীকে নিকেশ করে। তাদের কাছ থেকে বিপুল অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এই ঘটনা আবারও উত্তর-পূর্ব ভারতে মাওবাদীদের বিরুদ্ধে চলমান লড়াইয়ের তীব্রতাকে তুলে ধরে।