কচ্ছপ উদ্ধারে রাতেই জামাল সর্দারের বাড়িতে বনদপ্তর, গেটে তালা দেখে ফিরলো খালি হাতেই

সোনারপুরে মহিলাকে শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগে পলাতক জামালউদ্দিন সর্দার ওরফে জামাল সর্দারের বাড়িতে বুধবার রাতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে বনদপ্তর। অভিযোগ ছিল যে, জামালের বাড়ির সুইমিংপুলে একটি কচ্ছপ রয়েছে।

বনদপ্তরের দাবি:

ডিএফও মিলন মণ্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জ অফিস থেকে ৬ সদস্যের একটি দল রাত ১০ টায় জামালের বাড়িতে পৌঁছায়।
কিন্তু বাড়ির গেটে তালা দেওয়া ছিল এবং চাবিও পাওয়া যায়নি।
প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করার পরও কাউকে খুঁজে না পেয়ে ফিরে যেতে বাধ্য হয় বনদপ্তরের কর্তারা।

স্থানীয় সূত্রের দাবি:

জামাল সর্দার ২০১৬ সালে প্রায় এক বিঘার জমির উপর বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছিলেন।
নিরাপত্তার জন্য বাড়িতে ৫০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা রয়েছে।
সম্প্রতি তিনি একটি ঘোড়াও কিনেছেন।
জামালের বাড়ি বৈধ কিনা তা খতিয়ে দেখছে প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত।

আগামী পদক্ষেপ:
বনদপ্তর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
জামাল সর্দারের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইনে মামলা হতে পারে।
বেআইনিভাবে কচ্ছপ রাখার জন্য তাকে ৩ থেকে ৭ বছরের জেল এবং ২৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে।

জামাল সর্দার মহিলাকে শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগে পলাতক।
তার বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জামালের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।