BigNews: চাকরির নামে লক্ষাধিক টাকার প্রতারণা, আটকে রাখা হলো ছাত্রীদের মার্কশিট!

গড়িয়ার শ্রীনগরে অবস্থিত প্রগ্রেসিভ নার্সিং ইনস্টিটিউট নামে একটি বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে ছাত্রীদের পক্ষ থেকে প্রতারণা ও মার্কশিট আটকের অভিযোগ উঠেছে।
অভিযোগ, ওই কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা আদায় করেছে। কিন্তু চাকরি না দেওয়ার পাশাপাশি ছাত্রীদের মার্কশিটও আটকে রাখা হচ্ছে।এই ঘটনায় কলেজের কর্ণধার মানিকলাল জানা ও তার স্ত্রী সাগরিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
ছাত্রীদের অভিযোগ, তাদের প্রত্যেকেই ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা করে অগ্রিম দিয়েছে।কলেজ কর্তৃপক্ষ তাদের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় কোন চাকরির ব্যবস্থা না করা হলে ছাত্রীরা প্রতিবাদ শুরু করে।এরপরই ছাত্রীরা অভিযোগ করে জানায় যে, তাদের মার্কশিটও আটকে রাখা হচ্ছে।
অবশেষে, ছাত্রীরা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে।পুলিশ তদন্ত শুরু করে এবং কলেজের কর্ণধার দম্পতিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দম্পতি প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন।পুলিশ ঘটনার তদন্ত করছে।ছাত্রীরা তাদের টাকা ফেরত এবং মার্কশিট ছাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।