কোচবিহারে বাস ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩, জেনেনিন কী নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা?

কোচবিহারের ঘোকসাডাঙায় গত ১ জুলাই বেসরকারি বাস ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন দুষ্কৃতকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আজিনুর ইসলাম, মজিদুল হক ও সিরাজুল মিয়া। টাকাগাছ এলাকার বাসিন্দা এই তিন জনকে বুধবার মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।

ডাকাতির ঘটনা:

গত ১ জুলাই সকালে নদিয়ার রানাঘাট থেকে আসা একটি বেসরকারি বাস যখন ঘোকসাডাঙা এলাকায় পৌঁছায়, তখন একদল দুষ্কৃতী বাসে উঠে তাণ্ডব চালায়। তারা যাত্রীদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং গুলিও চালায়। গুলিতে কেউ আহত না হলেও বাস চালক আনা কুড়োলের আঘাতে আহত হন। এরপর ড্রাইভারের কেবিনে থাকা বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

তদন্ত ও গ্রেফতার:

ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পুলিশ ধারণা করে যে ডাকাতির ঘটনায় স্থানীয় কিছু দুষ্কৃত জড়িত থাকতে পারে।

পুলিশ বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালিয়ে সোমবার টাকাগাছের একটি গ্যারেজ থেকে ঘটনায় ব্যবহৃত বোলেরো গাড়ি এবং টাকাগাছ কারিশাল এলাকা থেকে একজন দুষ্কৃতীকে গ্রেফতার করে।

তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ টাকাগাছ ও কারিশাল এলাকা থেকে আজিনুর ইসলাম, মজিদুল হক ও সিরাজুল মিয়াকে গ্রেফতার করে।

তদন্ত চলছে:

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানতে চাইছে তারা কীভাবে বাসের ব্যাগের খবর পেয়েছিল এবং সেখানে কী ছিল।

এছাড়াও, এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।