CBI অফিসার সেজে ফোন, ৬ ঘণ্টা ‘ডিজিটাল অ্যারেস্ট’! শেষ মুহূর্তে হলো প্রতারকের পর্দাফাঁস

বিখ্যাত হিন্দি কবি ও সাহিত্যিক নরেশ সাক্সেনা সম্প্রতি ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন। লখনউয়ের গোমতী নগরে বসবাসকারী ৮০ বছর বয়সী এই কবি সিবিআই অফিসার সেজে প্রতারকদের জালে ফেঁসে যান।

৭ই জুলাই: বিকেল ৩ টায়, নরেশ সাক্সেনার হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে।ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে সিবিআই ইন্সপেক্টর রোহণ শর্মা বলে পরিচয় দেয়।প্রতারক নরেশ সাক্সেনাকে জিজ্ঞেস করে তার আধার কার্ড হারিয়েছে কিনা। নাকার পর, প্রতারক কবিকে জানায় যে তার আধার কার্ড ব্যবহার করে মুম্বাইতে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকে কোটি টাকা পাচার করা হচ্ছে।

প্রতারক নরেশ সাক্সেনাকে জানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। প্রতারকরা কবিকে তার বাড়ির দরজা ভেতর থেকে তালাবদ্ধ করে ডিজিটাল আটকের শিকার করে। প্রতারকরা মুক্তিপণের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে।

প্রতারকরা কবিকে প্রায় ছয় ঘণ্টা ধরে হয়রানি করে। এই সময় তারা কবিকে কবিতা পাঠ করতে ও বাঁশি বাজাতেও বাধ্য করে।দীর্ঘক্ষণ বন্ধ থাকায় নরেশ সাক্সেনার পরিবার সন্দেহ করে ঘরে ঢুকে প্রতারকদের হাত থেকে তাকে উদ্ধার করে। প্রতারকরা নরেশ সাক্সেনার মেয়ে ও জামাইকে গ্রেফতারির হুমকি দেয়।নরেশ সাক্সেনা প্রতারকদের কোনো টাকাই দেননি।

এই ঘটনা আমাদের সকলকে সতর্ক করে দেয় যে ডিজিটাল প্রতারণা কতটা ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে বয়স্কদের এই ধরণের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

নরেশ সাক্সেনার এই ঘটনা প্রকাশ্যে আসায় ডিজিটাল প্রতারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

আইনি পদক্ষেপ:

নরেশ সাক্সেনা এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।