বাংলার নতুন রাজ্যপাল হলেন লা গণেশন, দেওয়া হলো বাড়তি দায়িত্ব

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন লা গণেশন। রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে জগদীপ ধনখড় ভারতের উপরাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন জোট এনডিএ’র হয়ে প্রার্থী হয়েছেন। ফলে মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে জরুরি ভিত্তিতে পশ্চিমবঙ্গের বাড়তি দায়িত্ব দেওয়া হলো।

আজ সোমবার সন্ধ্যায় তিনি রাজভবনে রাজ্যপাল হিসেবে শপথ নেন। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

২০১৯ সালের জুলাইয়ে রাজ্যপাল হিসেবে বাংলার দায়িত্বভার নিয়েছিলেন জগদীপ ধনখড়। গত শনিবার জাতীয় রাজনীতি ও বঙ্গ রাজনীতিতে চমক দিয়ে তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপি তথা এনডিএ প্রার্থী মনোনীত হওয়ার পর জগদীপ ধনখড় এদিন ইস্তফা দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে। তারপর মনোনয়ন দাখিল করেন উপরাষ্ট্রপতি পদে। জগদীপ ধনখড়ের ইস্তফার পরই বাংলার নতুন রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে।

জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল। বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা চলছিল। তার মধ্যে ছিল তৃণমূল সাংসদ শিশির অধিকারীর নামও। আর ছিল প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর নাম। তবে সবথেকে বেশি যে নাম নিয়ে চর্চা চলছিল, তা হল প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বিজেপির অন্যতম সংখ্যালঘু মুখ মুক্তার আব্বাস নাকভির নাম। তবে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপটে মুক্তার আব্বাস নাকভিই এগিয়ে ছিলেন বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। সম্প্রতি তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন। ছেড়েছেন সাংসদ পদ। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মণিপুরের রাজ্যপাল লা গণেশনকেও পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy