SPORTS: ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন বিরাট, হতাশ কোহলির ফ্যানেরা

এখন শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের ওয়ান ডে ম্যাচ। ওয়ান ডে ম্যাচের তৃতীয় ম্যাচ চলছে আজ। আগের খেলা দুই ম্যাচেই এক এক ম্যাচ জিতে রয়েছেন দু-দলই। কিন্তু এই ম্যাচ ভালো যাচ্ছে না বিরাটের। ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন তারকা ব্যাটার বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা তৃতীয় ওয়ান ডে ম্যাচেও বেশি রান করতে পারলেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। ২২ বলে ১৭ রান করে আউট হন তিনি।
এই ম্যাচে কোহলির ব্যাট থেকে আসে তিনটি চার। কিন্তু রেসে টপলের বলে শেষ হয় কোহলির ইনিংস। বাইরে কেটে বেরোনো বল কোহলির ব্যাটে লেগে ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলারের হাতে জমা পরে। দ্বিতীয় ওয়ান ডেও ভালো যায় নি বিরাটের। ২৫ বলে ১৬ রান করে আউট হন তিনি।
বিরাটের এই অফ ফর্মে দুঃখিত তার সকল ফ্যানেরা। বুকফাটা কান্নায় ভাসছে গোটা দেশ। ওয়ান ডে’র তৃতীয় ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও ১৭ রান করে আউট হন।