WhatsAPP-এশুধু ছবি, ভিডিও নয় শেয়ার করা যাবে আরও বেশি কিছু, জেনেনিন বিস্তারিত

বর্তমানে প্রযুক্তি বিশ্বে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপী কয়েক কোটি ব্যবহারকারী আছে এই জনপ্রিয় প্ল্যাটফর্মটির। শুধু যে চ্যাটিংয়ের জন্য এই অ্যাপটি ব্যবহার করা হয় এমনটা কিন্তু নয়। বিভিন্ন ধরনের ফাইল ট্রান্সফারের পাশাপাশি, ছবি ,ভিডিও শেয়ার করার ক্ষেত্রেও এই অ্যাপটি বেশ জনপ্রিয়। এছাড়াও লোকেশন শেয়ারও সম্ভব এই প্ল্যাটফর্মে।
ফেসবুকের মতো স্ট্যাটাসও দেওয়া যায় হোয়াটসঅ্যাপে। আপনার কনট্যাক্টসে যারা রয়েছেন তারা আপনার ওই স্টেটাস দেখতে পাবে। যদিও সেখানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কারা কারা আপনার প্রাইভেসি দেখতে পারবে এবং কারা তা দেখতে পাবে না। তার জন্য প্রাইভেসি সেটিংসে গিয়ে কয়েকটি অপশনের মধ্যে পরিবর্তন করতে হবে।
আর এবার চলতি বছরেই গ্রাহকদের জন্য শুরু হতে চলেছে একাধিক পরিষেবা এতদিন পর্যন্ত গ্রাহকরা হোয়াটসআপ শুধুমাত্র ছবি, ভিডিও স্ট্যাটাসে দিতে পারতেন। এবার থেকে শেয়ার করা যাবে ভয়েস নোটস।
জানাগেছে হোয়াটসাপের আসন্ন নতুন আপডেট থাকবে অডিও নোটস শেয়ার করার অপশন। ইতিমধ্যে হোয়াটসাপের মেসেজে ব্যবহার করা যাচ্ছে সমস্ত রিয়াকশনের ছবি।