“কম বয়সীদের ফুঁসলিয়ে ভোট”? ছবি পোস্ট করতেই কটাক্ষের মুখে দেব, দিলেন ব্যাখ্যা!

ঘাটালে তৃণমূলের প্রার্থী দেব-কে ‘বিজয়ী’ মনে করে আগেই শুরু হয়ে গেছে উল্লাস। ভোটগ্রহণ শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে থেকেই সবুজ আবির মেখে দেবকে ঘিরে উল্লাস করছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরে ভোটের অবস্থা পর্যবেক্ষণ করেছেন দেব। ধনেশ্বর বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি দলীয় কর্মীদের সাথে মোলাকাত করেন।
দলীয় প্রার্থীকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা। দেবকে মালা, ফুল দিয়ে স্বাগত জানান তারা। কপালে সবুজ আবিরের তিলকও পরিয়ে দেন।এদিন দেব বলেন, ‘কর্মীদের পরিশ্রমের উৎসব এটি’।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন দেব। যেখানে দেখা যাচ্ছে, একঝাঁক তরুণীর মাঝে বসে দেব। একঝাঁক তরুণীর হাতে ভোটের কালি দেওয়া ছবি শেয়ার করেছেন তিনি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই দেব বিরোধীদের অনেকেই কমেন্ট বক্সে এসে লিখে যাচ্ছেন, “কম বয়সীদের ফুঁসলিয়ে ভোট দেওয়াচ্ছেন”?
যদিও দেবের ইন্সটা একাউন্ট লক্ষ্য করলে দেখা যাচ্ছে তিনি স্পষ্টতই জানিয়েছেন, প্রথম বারের ভোটার দের ছবি শেয়ার করেছেন দেব । ছবি পোস্ট করে দেব লিখেছেন, “আমার ফার্স্ট টাইম ভোটারদের সঙ্গে।”
View this post on Instagram