মাধ্যমিকের ফলাফল নিয়ে বড়ো নির্দেশ দিলো হাই কোর্ট! রাতের ঘুম উড়ল মধ্যশিক্ষা পর্ষদের

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরের বেলদার এক শিক্ষার্থীর অভিযোগ, জীববিজ্ঞানের খাতায় তার নম্বর কম দেওয়া হয়েছে। এই অভিযোগে সত্যতা পাওয়ায় কলকাতা হাই কোর্ট মধ্যশিক্ষা পর্ষদকে আগামী ৬ সপ্তাহের মধ্যে ভুল সংশোধনের নির্দেশ দিয়েছে।
পূর্ব মেদিনীপুরের বেলদা থানার জ্ঞানপীঠ বিদ্যাপীঠের ছাত্র সৌম্য সুন্দর রায় ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় ৬৮২ নম্বর পেয়েছিল।
তবে তার বাবা বিশ্বজিৎ রায় অভিযোগ করেন, জীববিজ্ঞানের খাতায় তার ছেলের অন্তত ৪ নম্বর কম দেওয়া হয়েছে।রিভিউয়ের আবেদন করলেও কোনো পরিবর্তন আনা হয়নি।
এরপর সৌম্যর বাবা ছেলের খাতার প্রতিলিপি চান।
প্রতিলিপি দেখে জানা যায়, ৪টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও সৌম্যকে ১ নম্বর দেওয়া হয়নি।এই কারণে জীববিজ্ঞানে তার নম্বর কমে যায়।যদি সৌম্যকে সঠিক নম্বর দেওয়া হতো, তাহলে সে মেধাতালিকায় সপ্তম স্থান অর্জন করত।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সৌম্যর বাবা কলকাতা হাই কোর্টে যান।
বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলায় রায় দিয়েছেন।আদালত মধ্যশিক্ষা পর্ষদকে আগামী ৬ সপ্তাহের মধ্যে সৌম্যর জীববিজ্ঞানের খাতা পুনর্মূল্যায়ন করে ভুলসংশোধনের নির্দেশ দিয়েছে।
এই রায়ের ফলে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধেও সমালোচনা শুরু হয়েছে।