“প্রথম লক্ষ্মীর ভাণ্ডারের ভাবনা কার কথাতে ?”- জনসভায় জানালেন স্বয়ং মমতা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার জনসভায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার এগরায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ‘নোটবন্দির সময় আধঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে বলেছিলাম এতে দেশের ক্ষতি হতে চলেছে। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে দিদি আপনি কী ভাবে এত তাড়াতাড়ি বিষয়টি আন্দাজ করলেন!’

তিনি আরো বলেন,’অভিষেকের মা লতা আমার কাছে থাকে, ও আমার দেখাশোনা করে। ওঁর সহকারী দুই হাজার টাকা সেই সময় চেয়েছিল কারণ ব্যাঙ্ক পাঁচশো-হাজার টাকা দেবে না। সেই সময় আমি লতাকে বলেছিলাম, তোর তো জমানো টাকা রয়েছে, তা হলে?’

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘ও সেই সময় বলেছিল, কোথায় জমানো টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে যে টুকু টাকা লুকিয়ে চুরিয়ে রাখতাম তাও নোটবন্দি কেড়ে নিল। সেই সময় আমি ভেবেছিলাম বাংলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার আমি কোনও মতেই কেড়ে নিতে দেব না। আগেকার দিনে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমিয়ে রাখতেন। সেই টাকাটাই প্রয়োজন পড়লে খরচ করতেন। আপনাদের আজ একটা কথা বলি, আমারও একটা লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। সেখানে পাঁচ, দশ টাকা রাখি। প্রয়োজনে ওই টাকাটা আমার কাজে লাগবে।’