‘আই অ্যাম ব্যাক!’ তিহাড় থেকে বেরিয়েই মন্তব্য কেজরির, বড় ঘোষণা শিগ্রই

আবগারি (মদ) নীতি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১ জুন পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তাকে এ জামিন দিয়েছেন।
জামিন আদেশে বলা হয়েছে, আগামী ১ জুন লোকসভা ভোটের পর ২ জুন তাকে ফের আত্মসমর্পণ করতে হবে।
সকলের মাঝে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি আপনাদের সকলকে মন থেকে ধন্য়বাদ জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি। সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিদের ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের জন্যই আজ আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আপনাদের কাছে আমার একটাই আবেদন। আমাদের সকলকে একজোট হয়ে দেশেকে বাঁচাতে হবে। আমি সংঘর্ষ করছি যাতে আপনাদের বাঁচাতে পারি।’
কেজরিওয়াল জানান, শনিবার সকাল ১১টা নাগাদ তিনি দিল্লিতে হনুমান মন্দিরের সামনে সকলের সঙ্গে দেখা করবেন। হনুমানজির দর্শনের পর দুপুর ১টা নাগাদ তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলেও জানান। সেখান থেকে বড় ঘোষণারও ইঙ্গিত দিয়েছেন কেজরিওয়াল।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে লিগাল টিম বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে একটি অভিযোগ দায়ের করে। ইডির বিরুদ্ধে আনা ওই অভিযোগে বলা হয়, তারা হলফনামা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধিতা করছে। অরবিন্দ কেজরিওয়ালের লিগাল টিমের অভিযোগ, অন্তর্বর্তীকালীন জামিনের মামলা চলাকালীন কীভাবে হলফনামা জমা করে ইডি সেটির বিরোধিতা করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা।