বন্যা পরিস্থিতি ভারতের একাধিক রাজ্যে, বাতিল হলো ছুটি

দেশের বিভিন্ন রাজ্যে মৌসুমী বায়ুর প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টি শুরু হবার ফলে অনেক রাজ্যই গরমের হাত থেকে পেয়েছে রেহাই। অপরদিকে বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ডুবে গিয়েছে গুজরাট, মহারাষ্ট্র। অসম ও তেলেঙ্গানা ও কর্ণাটকের বিস্তীর্ন এলাকা। দেশে বৃষ্টির বলি হয়েছেন ২২ জন।
আর এমন পরিস্থিতে বাতিল হয়েছে মুম্বাই পুরসভা ও গ্রেটার হায়দ্রাবাদ পুরসভার সব কর্মীদের। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ ও হুসেন সাগর লেকে শুরু হয়েছে বন্যা পরিস্থিতি।
মূলত, বৃষ্টি যদি অতিবৃষ্টির আকার ন্যায় তাহলেই হয়ে ওঠে বিপদের দৈত্য। বৃষ্টি না হলে যেমন খোঁড়ার আশংকা থাকে সেরকমই এটি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মানুষের অবস্থা হয়ে যায় সংকট জনক। বেশি ক্ষতি গ্রস্ত হয় কৃষক ও তার ফসলি জমি। উৎপাদনের অভাবে বাজারে দেখা যায় পণ্য সংকট আর বেড়ে যায় দাম, বিপাকে পরে সাধারণ মানুষ। দেশে ইতিমধ্যে বৃষ্টির বলি হয়েছে ২২ জন মানুষ।