গরমে রেস্টুরেন্টেই ঝেঁপে নামবে বৃষ্টি! অতিথিদের জন্য অভিনব উদ্যোগ, জেনেনিন ঠিকানা?

তীব্র গরমে দেশের বিভিন্ন স্থানে মানুষ হাঁসফাঁস করছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর আরও তিন দিনের জন্য ‘হিট অ্যালার্ট’ জারি করেছে। ঢাকাসহ বিভিন্ন এলাকার মতই মাগুরাতেও একই অবস্থা।
বাংলাদেশের, মাগুরার ইসলামপুর পাড়ায় অবস্থিত ভূমি রেজিস্ট্রি অফিসের পিছনে অবস্থিত একটি সাধারণ হোটেলে তীব্র গরম থেকে মুক্তি পেতে অভিনব পদ্ধতি নিয়েছেন রবিউল ইসলাম।
কীভাবে?
তিনি হোটেলের টিনের চালে ‘ওয়াটার কুলিং সিস্টেম’ লাগিয়েছেন। এর ফলে বৃষ্টির জল টিনের চালে পড়ে তা ঠান্ডা রাখে।
ফলাফল?
এই ‘কুলিং সিস্টেম’-এর কারণে রবিউলের হোটেলের ভেতরের তাপমাত্রা থাকে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস, যখন বাইরের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস।
কেন এই ব্যবস্থা?
দৃষ্টি প্রতিবন্ধী রবিউল দীর্ঘ ৫৭ বছর ধরে এই খাবার হোটেল ব্যবসায় যুক্ত। তিনি বলেন, “মানুষের ভালোবাসায় ব্যবসায় ভালোই চলছিল। সম্প্রতি লক্ষ্য করলাম যে গরমের কারণে আমার হোটেলে মানুষ আসতে চাইছেন না। কারণ এটা টিনের চালার হোটেল। তাই গরম বেশি। সেই কারণে কাস্টমারের সংখ্যা অনেক কম ছিল। তাই এই তাপ কমানোর বুদ্ধি বার করি। মূলত ইন্টারনেট থেকে দেখে আমি আমার হোটেল ঘরের টিনের চালার ওপর ওয়াটার কুলিং সিস্টেম লাগাই। এটা করতে খরচ হয়েছে ২৫ হাজার টাকা।”
এই কৃত্রিম বৃষ্টিতে ভ্যাপসা গরমের পরিবর্তে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।দামী হোটেলের তুলনায় অনেক কম খরচে খাওয়া যাচ্ছে।
গরমের মধ্যে একটু স্বস্তিও পাওয়া যাচ্ছে।
এখন অনেকেই আবার খাবার খেতে আসছেন এই হোটেলটিতে।মাগুরার এই হোটেলের উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।