গণছুটি স্তব্ধ বিমান পরিষেবা, কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ইন্ডিগো

সমস্যায় পড়েছে বিমান সংস্থা ইন্ডিগো। বিমান রক্ষণাবেক্ষণে নিযুক্ত প্রযুক্তিবিদদের নিয়ে চিন্তায় বিমান সংস্থাটি। বেতন বৃদ্ধির পরিমান নিয়ে অসুন্তুষ্ট কর্মীরা। সকলেই রয়েছে গণছুটিতে। তাদের এই গণছুটির কারণে হায়দরাবাদ ও দিল্লি থেকে ইন্ডিগোর বিমান চলাচলে তার প্রভাব পড়েছে বলে সূত্রের খবর।
এই ইস্যুতে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিমান সংস্থা ইন্ডিগো। যেসব কর্মীরা ছুটিতে রয়েছে তাদের সকলকে দেখাতে হবে ডাক্তারি সার্টিফিকেট বলে নির্দেশ দিয়েছে ইন্ডিগোর। জানাতে হবে ছুটি নেওয়ার মূল কারণ। যদি কোনো কর্মী বৈধ কারণ দেখাতে না পারে তাহলে নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা, বলে কর্মীদের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
প্রসঙ্গত, করোনা কালের পর ফের কিছুটা বেড়েছে বিমানের যাত্রীর যাতায়াত। দীর্ঘ দিন ধরে ঢুকতে থাকা বিমান ব্যবসায় লাভের মুখ দেখতে না দেখতেই ইন্ডিগো বিমানে বেতন বৃদ্ধি নিয়ে কর্মী ও মালিক পক্ষের মধ্যে অসন্তোষ ফের বাড়িয়ে তুলছে ক্ষতির পরিমান। সংস্থার বিমান উড়তে প্রস্তুত থাকলেও কর্মী অভাবে তা বার বার হচ্ছে ব্যাহত। তাই এমন অবস্থায় সংস্থার পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ।