BigNews: গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা, মুগ্ধ হলো ‘জনতা’, সকলে করছে প্রশংসা

মাত্র তিন মাসের মধ্যেই দার্জিলিংয়ে তৈরি হয়ে গেলো ‘কাফে হাউস’। এই কাফে হাউসের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারই পরামর্শ মেনে তৈরী করা হয়েছে রুফটপ ক্যাফে ‘কাফে হাউস’। এই কাফে হাউসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি। সেখানে গিয়ে আড্ডায় মেতে উঠলেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে মমতা ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা-গায়ক সাহেব চট্টোপাধ্যায়।
গায়ক সাহেব চট্টোপাধ্যায়ের অনুরোধে রবীন্দ্র সংগীতে গলা মেলান মুখ্যমন্ত্রী। তাদের গান শুনে মুগ্ধ হন সেখানে উপস্থিত জনতাও। সকলে তাদের গানে উৎসাহ দিতে থাকে। পরে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘পাহাড়ে বাংলার স্বাদ’, কলকাতার স্বাদ পেতে হলে আসতেই হবে কাফে হাউসে।

প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায়ই ধরা দেন তার বিভিন্ন রূপে। কখনো তিনি আদিবাসী মহিলাদের সাথে মেতে ওঠেন মাদলের সুরে নাচ করতে আবার কখনো তাকে দেখা যায় কবিতা লিখতে ও পাঠ করতে ,আজ মুখ্যমন্ত্রী মমতা কে আরও একবার দেখা গেলো নতুন রূপে আজ তিনি রবীন্দ্র সংগীত গেয়ে ভরিয়ে দিলেন সকলের মন।