OMG! মাসে ১ টি পিৎজা ও দুবার শপিংয়ের শর্তে তরুণী করলেন বিয়ে

ভারতীয় বিবাহ মানেই বিনোদনে ভরপুর। মাঝেমধ্যে এমন সব কাণ্ড ঘটায় বর ও কনেপক্ষ, তা দেখে আপনার পেটে খিল ধরে যাবে। তেমনই এক কাণ্ড ঘটল এবার।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বর-কনের শর্তসাপেক্ষে বিয়ের চিত্র দেখে নেটজনতা যারপরনাই হেসে খুন। কী আছে সেই চুক্তিপত্রে?

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিশাল চুক্তিপত্রে সই করছেন বর ও কনে দুজনই। তাতে লেখা মাসে এক দিনের বেশি পিৎজা নয়। ১৫ দিন পর পর শপিংয়ে নিতে হবে। অবশ্যই ঘরের খাবার খেতে হবে। প্রত্যেক পার্টিতে ভালো ছবি তুলতে হবে। কনেকে প্রতিদিন শাড়ি পরতে হবে ইত্যাদি।

বিয়ের আগে নিজেরাই নিজেদের বিবাহিত জীবনের শর্ত নির্ধারণ করছেন শান্তি ও মিন্টু। মালাবদলের পর সেই শর্তে সই করেছেন বর-কনে। সই করেছেন সাক্ষীরাও। স্বাক্ষরের সেই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে লাইক পড়েছে ১৮ লাখের বেশি।

 

View this post on Instagram

 

A post shared by 𝐖𝐞𝐝𝐥𝐨𝐜𝐤 𝐩𝐡𝐨𝐭𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐲 (@wedlock_photography_assam)

ভিডিওটি প্রকাশ করা হয়েছে ওয়েডলক ফটোগ্রাফি আসাম নামক ইনস্টাগ্রাম পেজ থেকে। এরই মধ্যে নানান মন্তব্য উপচে পড়েছে সেখানে। কেউ বলছে এত শর্তে আর যা-ই হোক, বিয়ে নয়!