গায়ের রং শরীর নিয়ে বিশ্রী মন্তব্য! স্বামীর থেকে কতটা বড় সলমনের বোন?

সলমন খানের বোন অর্পিতা খান বলিউডের একজন পরিচিত মুখ। ‘সোনার চামচ’ মুখে জন্মগ্রহণ করলেও, তাঁর জীবনে ট্রোলিং ও সমালোচনার অভাব নেই। গায়ের রঙ, চেহারা নিয়ে বারবারই বিদ্রূপের শিকার হন তিনি। সম্প্রতি, ইদ উপলক্ষে এক পার্টিতে যোগদানের পর, আবারও ট্রোলের মুখোমুখি হতে হয়েছে অর্পিতাকে। এবার বয়স নিয়েও শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করেন, স্বামী আয়ুশ শর্মার চেয়ে তিনি বয়সে বড়।
আসলে কত বছরের পার্থক্য?
আয়ুশ শর্মার জন্ম ১৯৯০ সালের ২৬ অক্টোবর।
অর্পিতা খান জন্মগ্রহণ করেছেন ১৯৮৯ সালের ১ অগস্ট।
সুতরাং, অর্পিতা আয়ুশের চেয়ে ১ বছর ৮ মাস বড়।
ট্রোলিং ও সমালোচনা
গায়ের রঙ: কালো রঙের জন্য বারবার সমালোচনার শিকার অর্পিতা। অনলাইনে ছবি ভাইরাল হলেই ‘কালো’ বলে মনে করিয়ে দেওয়া হয় তাকে।
ওজন: সেলিব্রিটি হওয়ায় ‘মোটা’ হওয়া নিষেধ – এই ধারণার শিকার অর্পিতাও।
বয়স: স্বামী আয়ুশের চেয়ে বড় বয়সের জন্যও সমালোচিত হন তিনি।
View this post on Instagram
পতির প্রতিবাদ
আয়ুশ শর্মা স্ত্রীর প্রতি ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন।
তিনি বলেছেন, “মোটা হওয়া নিষেধ” – এই ধারণা ভুল।
“কালো” রঙের জন্য বারবার সমালোচনা করা অন্যায়।
বাইরের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য গুরুত্বপূর্ণ।
সুখী সংসার
ট্রোলিং ও সমালোচনা সত্ত্বেও, আয়ুশ ও অর্পিতা তাদের সাংসারিক জীবনে বেজায় খুশি। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।