‘অনুরাগের ছোয়া’য় সূর্য-দীপার কি মিল হবে? মুখ খুললেন স্বয়ং দীপা ওরফে স্বস্তিকা

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ ঘিরে দর্শকদের মনে এক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে – দীপা আর সূর্যের কি মিল হবে না? গল্পের নায়ক কি হবেন অর্জুন? এই প্রশ্নের উত্তর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে।

অবশেষে দীপা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ মুখ খুলেছেন সূর্য-দীপার মিল প্রসঙ্গে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি আগেও চাইতাম সূর্য আর দীপার মিল হোক। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। অনেক কিছুই ত্যাগ করতে হচ্ছে পরিস্থিতির চাপে।”

আরও বলেন স্বস্তিকা, “প্রত্যেকটা মেয়ের কাছে তার আত্মসম্মানই সবচেয়ে বড়। যেখানে একজন মেয়ের সম্মান নেই, সেখানে সে থাকতে পারে না। সত্যি বলতে আমি জানিনা শেষ পর্যন্ত কি হবে। তবে যার সাথে মিল হোক না কেন, আশা করি দর্শকদের ভালো লাগবে।”

স্বস্তিকার এই বক্তব্য কি ইঙ্গিত দিচ্ছে যে সূর্য-দীপার মিল আর হবে না? দর্শকদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।