JNU-কে ফের ভারতসেরার তকমা, বিশ্ব র্যাংকিংয়ে প্রথম সারিতে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং (QS World University Rankings) ২০২৪-এর আন্তর্জাতিক তালিকায় ভারতের ৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে।
এই তালিকায় ভারতের মধ্যে সবার প্রথমে রয়েছে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। আন্তর্জাতিক সারিতে ২০ নম্বরে স্থান পেয়েছে এই বিশ্ববিদ্যালয়। ডেভেলপমেন্ট স্টাডিজে (Development studies) এই স্থানে রয়েছে জেএনইউ।
অন্যান্য উল্লেখযোগ্য বিষয়:
বিশ্ব র্যাংকিংয়ে ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইআইএম আমেদাবাদ (IIM Ahmedabad)। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে আন্তর্জাতিক তালিকায় ২২ নম্বরে রয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।
বিজনেস স্কুলের প্রথম ৫০-এর তালিকায় রয়েছে আইআইএম বেঙ্গালুরু এবং আইআইএম কলকাতাও।
সাস্টেনেবিলিটি বিভাগে প্রথম ৬৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (৬১৯)। এই বিভাগে দেশের মধ্যে প্রথমে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় (২২০)।
এবারের বিষয়গত তালিকায় সার্বিক ভাবেও উন্নত হয়েছে ভারতের স্থান। এবছর ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থেকে ৪৫৪টি এন্ট্রি নথিভুক্ত হয়েছে। গতবার এই সংখ্যাটি ছিল ৩৫৫।
এই তালিকা প্রস্তুত করেছে উচ্চশিক্ষা বিষয়ক ব্রিটিশ সংস্থা কুয়াকরেলি সিমন্ডস (কিউএস)।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে অভিনন্দন জানানো হয়েছে।
এই অর্জন ভারতের উচ্চশিক্ষা ক্ষেত্রের উন্নয়নের একটি ইতিবাচক লক্ষণ।
আশা করা যায় ভবিষ্যতে আরও বেশি ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হবে।