চাকরির খবর: ১২,০০০ সরকারি চাকরি, যোগ্যতা গ্রাজুয়েট, বেতন ৩২,০০০
July 10, 2022

দেশের একাধিক রাষ্ট্রায়াত্ব ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ করা হবে,আবেদন করতে পারবে সকল ভারতীয় নাগরিক তথা বাংলার সকল যুবক যুবতী।
পদের নাম: ক্লার্ক
মোট শূন্যপদ: ১২০০০ টি শূন্য পদে মহিলা ও পুরুষকে নিয়োগ করা হবে। SC /ST /OBC দেড় জন্য রয়েছে আসন সংরক্ষনের বিশেষ সুবিধা।
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট হতে হবে। সাথে কম্পিটার ডিপ্লোমা থাকতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখের হিসেবে ২০ থেকে ২৮ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী SC ST ও OBC দেড় জন্য রয়েছে নির্দিষ্ট ছাড়।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রাথীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন: উক্ত পদের জন্য আনুমানিক মাসিক বেতন থাকবে হবে ২৫,০০০-৩২,০০০ টাকা।
আরও বিশদে জানতে লগইন করুন –
https://www.ibps.in/